২০১৭ সালে ১৩০ জন পুলিশ সদস্য কতর্ব্যরত অবস্থায় জীবন দিয়েছেন। এ কারণে ১৩০ জন পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বার্তা, খাদ্য ও উপহার সামগ্রী দিয়েছেন পুলিশ প্রধান। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে সমাজ ও রাষ্ট্র সব সময় থাকবে।
উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এবারই প্রথমবারের মতো এ ধরনের উপহার দেওয়া হলো।