প্রস্তাব অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী, উৎসব ভাতার পাশাপাশি নববর্ষে ২ হাজার টাকা করে দেয়া হবে। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবসে ৫ হাজার টাকা ভাতা চালু হবে।
বাজেটে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা ৫০০ থেকে ৮০০ টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ভাতার সময়সীমা ২থেকে ৩বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা ৬ লাখ থেকে ৭ লাখে বৃদ্ধি করা হয়েছে।