মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ৯০ মিনিট অনুশীলন করে ফার্নান্দো স্যান্তোসের ২৩ সদস্যের সকলেই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা আজ মুলত পজিশনওয়াইজ অুনশীলন করে। বিশেষ করে ভ্যালেন্সিয়া উইঙ্গার গনসারো গুয়েডেসকে গোল মুখে অনুশীলন করতে দেখা গেছে। পুরো দল দুই ভাগে বিভক্ত হয়ে মাঠ অর্ধেক করে অনুশীলন করে।
রোনালদোর অনুশীলন দেখতে প্রায় শতাধিক ভক্ত ও একই সংখ্যক সাংবাদিক হাজির হয় স্টেডিয়ামে। ‘বি’ গ্রুপে থাকা পর্তুগাল ১৫ জুন সোচিতে ২০১০ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২০ জুন মরক্কো ও ২৫ জুন ইরানের বিপক্ষে খেলবে রোনালদোরা।