ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ মূল্যের সোনারবার ও স্বর্ণালঙ্কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি টিম।মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ৬টি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, মালয়েশিয়া থেকে বিএস-৩১৬ ফ্লাইট যোগে আগত যাত্রীর কাছ থেকে ৬টি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৭০০ গ্রাম। যাত্রী কোনো প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হবার সময় বিশেষ কৌশলে শরীরের মধ্যে লুকায়িত অবস্থা থেকে শুল্ক গোয়েন্দা দল তা উদ্ধার করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল গ্রিন চ্যানেলে অবস্থান গ্রহণ করে তার শরীর এবং মালামাল তল্লাশি করে সোনার বার জব্দ করে ও তাকে আটক করা হয়। জব্দকৃত সোনার মোট মূল্য ৪০ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।