আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না : খাদ্যমন্ত্রী

খোরশেদ আলম, সাভার: খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা আদালতের বিষয়। তবে নির্বাচনে আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না, বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত কর্মীসভা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী এসময় আরো বলেন, এতিমদের টাকা চুরি দায়ে বেগম জিয়া কারাগারে। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা আদালতের বিষয়। আর বিএনপির যেখানে সাংগঠনিক শক্তি নেই, সেখানে তারা আন্দোলনের হুমকি দেয়। তাদরে কোমড়ে জোড় নাই, এজেন্ট দেয়ার সাংগঠনিক শক্তি নেই। তবে আন্দোলনের নামে কোন বিশৃঙ্খলা করলে জনগনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ প্রতিহত করবে।

তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়াম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।