ডেস্ক রিপোর্ট : পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসা চার ব্যবসায়ীকে তলব করলেও হাসান রাজা নামে একজন দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে হাজির হন তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য পরিবর্তন ডটকমকে জানান, সকাল ১০টা থেকে হাসান রাজাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক আখতার হামিদ।
হাসান রাজা ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান মাল্টি ট্রেড মার্কেটিং লিমিটেডের পরিচালক বলে জানা গেছে।
এর আগে গত ৮ জুলাই দুদক চিঠি পাঠিয়ে চার ব্যবসায়ীকে তলব করেছিল। তারা হলেন পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় নাম থাকা হাসান মাহমুদ রাজা, খন্দকার মঈনুল আহসান, আহমেদ ইসমাইল হোসেন ও আকতার মাহমুদ।
কর ফাঁকি ও অর্থপাচার সংক্রান্ত সাড়া জাগানো পানামা পেপার্স কেলেঙ্কারিতে এ পর্যন্ত রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ ৩৪ বাংলাদেশি ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম এসেছে।
অভিযোগ অনুসন্ধানে ২০১৬ সালের এপ্রিলে দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঁঞাকে প্রধান করে তিন সদস্যের দল গঠন করে দুদক। দলের অন্যরা হলেন দুদকের সহকারী পরিচালক মজিবুর রহমান ও উপ-সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত।
অন্যদিকে প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারির ঘটনায় গত ৮ জুলাই দুদক পৃথক এক চিঠিতে তিনজনকে আগামীকাল মঙ্গলবার হাজির হতে নির্দেশ দিয়েছে।
তারা হলেন উইং লিমিটেডের পরিচালক এরিক জনসন আনড্রেস উইলসন, ইন্ট্রিডিপ গ্রুপের ফারহান ইয়াকবুর রহমান ও ফেলকন শিপিংয়ের মাহতাবা রহমান।