তিনি বলেন, গত দুদিন ধরেই আপা জ্বরে আক্রান্ত। আর তা বেশ ওঠানামা করছিল। আজ সন্ধ্যার দিকে জ্বর বেড়ে গেলে আপাকে হাসপাতালে নিয়ে আসি। ইমার্জেন্সিতে ডাক্তাররা দেখার পর উনাকে ভর্তি করে নেয়া হয়।
এনাম সরকার আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা বেবী নাজনীনকে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে শিল্পীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।