‘বিএনপির সমাবেশে ডিএমপির মৌখিক অনুমতি’

bnp logoডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে বিক্ষোভ সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির কার্যালয় থেকে বেরিয়ে আজাদ সাংবাদিকদের জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন তাঁরা।

অনুমতির জন্য সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল। আজাদ ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

গত ১৫ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তি, তাঁর সুচিকিৎসার দাবি এবং পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (২০ জুলাই) বিকেল ৩টায় দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু নিরাপত্তার কথা বলে দলটিকে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।