তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেফতার দেখিয়ে বুধবার আসাদ পংপংকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাত ১১টায় পুলিশ আসাদ পংপংকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারের খবরে বাংলাদেশি কমিউনিটির লোকজন আনন্দ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসাদ পংপংয়ের বাড়ি বরিশাল। তিনি দীর্ঘদিন ধরেই মালয়েশিয়াপ্রবাসী। বিভিন্ন সময়েই ফেসবুক লাইভে এসে তিনি নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আসাদ পংপং খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
এরই প্রক্ষিতে বিএনপির মালয়েশিয়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মামুন বিন আবদুল মান্নান বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে কেপং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে আসাদ পংপংকে গ্রেফতার করে পুলিশ।