অ্যাটর্নি জেনারেলকে ফের হত্যার হুমকি, থানায় জিডি

mahabuba alomঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১১৩) করা হয়েছে।

চিঠি পাঠিয়ে তাকে এই হুমকি দেয়া হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দিবাগত রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ এই জিডি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আসে। ওই চিঠির মাধ্যমেই তাকে হত্যার হুমকি দেয়া হয়।

চিঠিতে লেখা রয়েছে, ‘আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য।’

প্রসঙ্গত, গত ডিসেম্বরেও একবার চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এর আগের বছর ২০১৬ সালের মে মাসের দিকেও তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।