ছাত্রলীগকে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন: কাদের

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, কোটা সংস্কার ইস্যুতে ছাত্রলীগের নামে কিছু বাড়াবাড়ির অভিযোগ এসেছে। প্রধানমন্ত্রী তাদের সতর্ক করে দিয়েছেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কিছু অভিযোগ পেয়েছি, কোটা সংস্কারের যে আন্দোলন, এ আন্দোলনে ছাত্রলীগের নামে আমরা কিছু বাড়াবাড়ির অভিযোগ পেয়েছিলাম। গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সভা শেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন— ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ আর তিনি না পান। পরিষ্কারভাবে তাদের সতর্ক করে দেয়া হয়েছে, যাতে ছাত্রলীগের নামে বাড়াবাড়ির কোনো অভিযোগ আমাদের কাছে না আসে।’

তিন সিটি করপোশন নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘নেতাকর্মীদের নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘল না করার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। শান্তিপূর্ণভাবে যাতে ইলেকশন সম্পন হয়, সে বিষয়ে আমাদের নেতাকর্মীরা যাতে সহযোগিতা করেন, আমরা তা বলে দিয়েছি। সরকারিভাবেও প্রধানমন্ত্রী প্রশাসনকে এ বার্তা পাঠিয়েছেন যে, কোনো প্রকারের বাড়াবাড়ি যেন না হয়। নির্বাচনে হস্তক্ষেপ হয় এমন কোনো অভিযোগ যাতে না আসে।’

‘বিএনপির দেয়া কোনো শর্ত মেনে দেশে নির্বাচন হবে না। সংবিধানের বিধান অনুসারে নির্বাচন হবে। এখানে সরকারের ধরণ কোনো বিষয় নয়’, যোগ করেন সেতুমন্ত্রী।

ড. কামাল হোসেন ও বঙ্গবীর কাদের সিদ্দিকী সংলাপের যে প্রস্তাব দিয়েছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘সংলাপ তো হয়েছে। সংলাপ করেছে ইলেকশন কমিশন। সেখানে বিএনপি অংশ নিয়েছে। এখন এটাতো আমাদের কোনো বিষয় নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন কমিশন আরেকটি সংলাপ করবে কিনা সেটা জানি না। তা কি বিএনপির সঙ্গেই করবে নাকি সবার সঙ্গে, তা ইলেকশন কমিশনই ঠিক করবে। সরকারের পক্ষ থেকে আমরা কোনো সংলাপের প্রয়োজন অনুভব করছি না। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেটার জন্য সংলাপ করতে হবে।’

বর্তমান মন্ত্রিসভা কতটা ছোট হচ্ছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এটা প্রধানমন্ত্রীই ভালো জানেন। তিনি ছাড়া এটা কেউ বলতে পারবে না। তবে এর সাইজ ছোট হবে, এটা বলতে পারি।’