রাজগঞ্জ সংবাদদাতা: যশোরের মনিরামপুরে গুলিবিদ্ধ অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত দুইটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া জামতলা রাস্তার দুই ধার থেকে থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে। মঙ্গলবার ভোর ছয়টার দিকে পুলিশ লাশ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে চারটি দা, দুটি রশি ও একটি করাত উদ্ধার করেছে পুলিশ৷ দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এরা নিহত হয়েছেন বলে পুলিশের দাবী৷
নিহত দুইজনের বয়স ৪৫-৫০বছর ধারন৷ এদের মাথায় একটি করে গুলির চিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, রাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস পুলিশ পাহারায় পার করে দিয়ে আসার পর গাঙ্গুলিয়া আমতলা মোড়ে এলে গুলির শব্দ শুনতে পান খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন। তখন তিনি রোহিতা বাজারের দিকে খানিকটা এগিয়ে দেখেন কিছু লোক পালিয়ে যাচ্ছে। এসময় ঘটনাস্থলে রাস্তার দুই পাশে দুটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে বিষয়টি জানান আইনুদ্দিন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে সকাল ছয়টার দিকে মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে চারটি দা দুটি রশি ও একটি করাত উদ্ধার হয়েছে। থানা পুলিশের ধারনা দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এরা নিহত হয়েছেন৷