ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে গতকাল (সোমবার) বিকেলে কনসাল (হজ) মো. আবুল হাসানের সভাপতিত্বে আইটি দলের দলনেতা এবং সরকারি বাড়িগুলোর সুপারভাইজারদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় দ্বিতীয় পর্যায়ে আগত হজযাত্রীদের আবাসন ব্যবস্থার পাশাপাশি মদিনা ফেরত হজযাত্রীদের আবাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। আগামী ২০ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।