ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন যতোই ঘনিয়ে আসবে, জোটকেন্দ্রিক রাজনীতির মেরুকরণ ততোই বাড়বে। তবে শেষ সমীকরণ দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
এর আগে সকালে তোপখানা রোডে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে যান ওবায়দুল কাদের। সেখানে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে বৈঠক করেন তিনি।
এটা ‘সৌজন্য সাক্ষাৎ’ ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনীতির কোনো অংক নেই।’
এছাড়া বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘সোজা পথে হাঁটছে না বিএনপি। তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে। আগামী নির্বাচনে ছদ্মবেশী বিদ্বেষপ্রসূত নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে মাশুল দিতে হবে।’