যশোরে ট্রাক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে সোহেল রানা (২৮) নামে এক ট্রাক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহর তলীর মুড়লী এলাকার পরিতেক্ত রাবার ফ্যাক্টরীর পাশের নজরুল ইসলামের মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল রানা মুড়লী খাঁ পাড়ার মৃৃত নুরুন নবী ড্রাইভারের ছেলে৷

সদর উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার জানান, নিহত সোহেল রানা একজন ট্রাক চালক। বৃহস্পতিবার রাত থেকে সোহেলকে তার পরিবার খুজে পাচ্ছিলো না। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন ট্রেন লাইনে হাটতে গেলে লাইনের উপরে রক্ত দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা খোজ করতে করতে মেহগনী বাগানের ভিতর রক্ত মাখা একটি বস্তা অর্ধেক মাটির নিচে পুতে থাকতে দেখতে পেয়ে আমাকে খবর দেয়। তখন আমি পুলিশকে খবর দিয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে আসে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস আই) শাহাবুল আলম জানান, শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে আমি ঘটনা স্থলে যাই। নজরুলের মেহগনি বাগান থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করি। কিন্তু কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে মাদকের কারনে এই হত্যা কান্ড হতে পারে তিনি বলেন৷

তিনি আরো জানান, তার বুকে ও পেটে আটটি ছুরিকাঘাত এবং দুই পায়ের রগ কেটে তাকে নৃশংস ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।