ঢাকা: রাজধানীর লালমাটিয়া থেকে অপহৃত কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর তিনশ ফিট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এরআগে শুক্রবার (২৭ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনশ ফিট রাস্তায় রাত সোয়া ১২টার দিকে তাকে কে বা কারা রেখে যায়। এরপর তিনি পরিবারকে ফোন দিলে তারা সেখানে যায়। পুলিশকে তারাই খবর দেয়। যেহেতু সারা দিন ধকল গেছে, আমরা আজ আর কথা বলছি না। পরে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব, কারা তাকে অপহরণ করেছিল।
পারভেজ সরকারের খালাতো ভাই ফরহাদ ভুঁইয়া বলেন, রাত ১০টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তার স্ত্রীর নম্বরে ফোন দিয়ে তিনি নিজেই বলেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে তিনি আবার ফোন করে জানান, তাকে তিনশ ফিট এলাকায় রেখে যাওয়া হয়েছে। যে গাড়িতে তাকে তুলছিলো সেই গাড়িতেই তাকে নামিয়ে দেয়া হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনসহ সবকিছু অপহরণকারীরা ফেরত দিয়েছে। তার ফোন পাওয়ার পর আমাদের পরিবারের সদস্যরা গাড়ি নিয়ে তিনশ ফিট যায়। সেখানে তাকে পেয়ে রাত সাড়ে ১২টায় বাসায় নিয়ে আসা হয়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলা পৌনে ২টার দিকে এক ব্যক্তি তার বাসার সামনে কুশল বিনিময়ের জন্য হাত বাড়িয়ে দেন। পারভেজ মোবাইলের দিকে তাকাতে তাকাতে হাত মেলান। এরপর দুজনের মধ্যে একটু কথা হয়। এর মধ্যেই লম্বা চুলওয়ালা অপর এক ব্যক্তি পারভেজের পেছনে গিয়ে দাঁড়ায়। তাদের মধ্যে ১৩ সেকেন্ড কথা হয়। এরপরই দুজন মিলে পারভেজকে টেনেহিচড়ে নিয়ে যায়। ৪০ সেকেন্ডের মধ্যেই তাকে একটি কালো বিলাসবহুল গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। এরপর দ্রুত তারা ওই এলাকা থেকে চলে যায়।