ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন তোফায়েল রাজধানীর শাহবাগে বুধবার সচিবালয় থেকে উল্টো পথ দিয়ে গাড়ি নিয়ে বাংলামোটরে যাওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ার কথা অস্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমাকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা আটকায়নি, আমি নিজেই নেমে তাদের সঙ্গে কথা বলেছি। ’
তোফায়েল আহমেদ ফোনে বলেন, ‘আমার গাড়ি বাংলামোটর এসে পৌঁছালে বিক্ষোভকারীদের সামনে পড়ে। এসময় আমি গাড়ি থেকে নেমে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। আমি শিক্ষার্থীদের বলি, ‘এই ঘটনায় আমি নিজেও কষ্ট পেয়েছি। দুটি কোমলমতি ছাত্র-ছাত্রীর এই মৃত্যু মেনে নেওয়া যায় না। তারা যে আবেগের প্রকাশ ঘটিয়েছে এটি সঠিক।’
তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘ইতোমধ্যেই সরকার এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত চালক ও হেলপারদের গ্রেফতার করা হয়েছে।’
এসময় বিক্ষোভরত শিক্ষার্থীরা তার কথা ধৈর্য ধরে শুনেন বলে তিনি জানান। এসসয় শিক্ষার্থী ১৯৬৯ এর গণ অভ্যুথ্থানে বাণিজ্যমন্ত্রীর তোফায়েল আহমেদের ভূমিকা বইতে পড়েছে বলে জানান। দেশের বিভিন্ন সংকটময় আন্দোলনে তার ভূমিকারও কথা বলেন শিক্ষার্থীরা।
কথা বলা শেষে শিক্ষার্থীরা প্রটেকশন দিয়ে তাকে সামনে এগিয়ে দেন বলে বাণিজ্যমন্ত্রী জানান।