ঢাকা: রাজধানীর ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার জন্য গাবতলী থেকে রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়কে কেলিয়া এলাকায় বাসটির সঙ্গে ধামরাইয়ের কালামপুর থেকে যাওয়া বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় যাত্রীবাহী বাসটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অন্য একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।