তোমাদের বিরুদ্ধে কেউ অ্যাকশনে গেলে আমি দেখবো (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেন এএসপি ইফতেখায়রুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের অভয় দিয়ে তাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বললেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম। শনিবার (৪ আগস্ট) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝাতে গিয়ে তিনি একথা বলেন।

ইফতেখারুল ইসলাম তাদের বলেন, ‘লক্ষ্মী ভাইরা আমার, তোমরা কোনও গাড়িতে হাত দিও না। যা করবা পুলিশের হেলফ নিয়ে করো। নিজেরা কোনও কালি মারিও না। স্টুডেন্টরা সবসময় মানুষকে আদর্শ শেখায়। তোমাদের আদর্শ তোমরা শেখাবা শান্তিপূর্ণভাবে। যাত্রাবাড়ী ডেমরা এলাকায় আমার এখানে তোমাদের কারও কোনও ভয় নেই। তোমাদের বিরুদ্ধে কেউ অ্যাকশনে গেলে তোমরা আমার কাছে বলবা। আমি দেখবো।’

শনিবার (৪ আগস্ট) সপ্তম দিনের মতো ঢাকার রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তবে আজ তারা সড়ক অবরোধ করেনি। মোড়ে মোড়ে তারা যানবাহনের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স দেখছে। যানবাহন যাতে সুশৃঙ্খলভাবে চলাচল করে সেই বিষয়টিও তারা তদারকি করছে।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই দিন দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাঁ-পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের চাপা দিয়ে ‘হত্যা’সহ নয় দফা দাবিতে রাজধানীতে আন্দোলন করে আসছে।