ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দুর্বৃত্তের হামলা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তের হামলারাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তে হামলাবিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ‘সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে বাইরের কিছু ছেলে হঠাৎ ক্যাম্পাসের গেটের বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। এরপর স্টুডেন্টরা বাইরে মিছিল করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে। পরে ছাত্ররা ভেতরে চলে অসে। এখন ক্যাম্পারের ভেতরেই ছাত্ররা মিছিল করছে। আইডি কার্ড ছাড়া কউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ বাইরে অবস্থান করছে।’

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তের হামলাপ্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আইনুন নাহার জ্যোতি বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাস শান্ত ছিল। রুটিন অনুযায়ী সব বিভাগে ক্লাস হচ্ছিল। সোয়া ১০টার দিকে ক্যাম্পাসে হঠাৎ ইটপাটকেল ছোড়া শুরু হয় এবং লাঠি দিয়ে গেটে আঘাত করে হামলাকারীরা। সঙ্গে সঙ্গে সিকিউরিটিরা গেট বন্ধ করে দেয়। এ ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানতে পেরেছি। ক্যাম্পাসের পরিস্থিতি এখনও উত্তপ্ত। কিছু হামলাকারীরা নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী দাবি, হামলাকারীরা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মী।