আওয়ামী লীগসহ নিবন্ধিত ৭ রাজনৈতিক দলকে ২০১৭ সালের আর্থিক লেনদেনের হিসাব জমা দেয়ার জন্য আরো ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দিলো নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার উপ-সচিব আবদুল হালিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ওই সাত দলকে পাঠানো হয়। জানতে চাইলে আবদুল হালিম বলেন, রাজনৈতিক দলগুলোর ২০১৭ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে ৩৯টি দলকে চিঠি দেয়া হয়েছি। নির্দিষ্ট সময়ে ৩২ টি দল তাদের আর্থিক লেনদেনের হিসাব জমা দেন। আওয়ামী লীগসহ বাকি ৭ টি দল আমাদের কাছে সময় চায়। পরে কমিশন তাদের ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দিলো।
সোমবার থেকে তাদের আগামী ১৫ই কার্যদিবসের মধ্যে হিসাব জমা দিতে হবে। যেসব দলকে হিসাব জমা দিতে সময় দেয়া হয়েছে সেগুলো হচ্ছে- বাংলাদেশ আওয়ামী লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ। সর্বশেষ নিবন্ধন বাতিলের তালিকায় থাকা ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাছে হিসাব চাওয়া হয়নি। আদালতের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল রয়েছে। সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হয়ে বাতিল হয় ফ্রিডম পার্টির নিবন্ধনও।
২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর।