ভারতে পাচারকালে ৭২ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৬২৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মহিউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর বেনাপোলের শিকারপুর সীমান্তের নারিকেলবাড়িয়া নামক স্থান থেকে তাকে আটক করে বিজিবি। আটক মহিউদ্দিন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক বলেন, ‘বিপুলসংখ্যক সোনার বার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে, এমন সংবাদ পাওয়ার পর বিজিবির একটি টহল দল শিকারপুর নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন নামে এক সোনা চোরাচালানিকে আটক করে।’
পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৬২৪টি বার জব্দ করা হয়। এসব সোনার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক স্বর্ণ বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।