এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও চট্টগ্রামে টিকিট বিক্রি শুরু

সার্ভারে ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আসন্ন ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি আবার শুরু হয়েছে।

ঈদ যাত্রায় চতুর্থ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। সকাল ৮টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে ২০ আগস্টের টিকিট।

বাড়ি ফেরার ট্রেন টিকিট পেতে শুক্রবার বিকালের পর থেকেই স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। আর শুক্রবার দিবাগত মাঝরাত নাগাদ লোকে-লোকারণ্য হয়ে যায় স্টেশন প্রাঙ্গণ।

রেলওয়ে সূত্র মতে, এবার ২০ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আর এজন্য এদিনের টিকিটপ্রত্যাশী মানুষের চাপও বেশি। তবে বুথের সংখ্যা কম হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

এদিকে সবাই স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিট বিক্রির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং কালোবাজারি ঠেকাতে তৎপরত আছে আইন শৃঙ্ক্ষলা বাহিনী। ১৮ আগস্ট থেকে চলবে ঈদ যাত্রার বিশেষ ট্রেন।

এই ঈদে তিন লাখেরও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আর টিকিট কালোবাজারি ঠেকাতে করা হচ্ছে কঠোর নজরদারি। একইসঙ্গে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার আগাম টিকিট বিক্রির শেষ দিনে দেয়া হবে ২১ আগস্টের আগাম টিকেট। ঈদুল আজহা উপলক্ষে এবার প্রতিদিন কমলাপুর থেকে সারা দেশের উদ্দেশ্যে ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। যার মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।

এদিকে ১৫ আগস্ট থেকে শুরু হবে ফিরতি টিকিটের বিক্রি। সেদিন দেয়া হবে ২৪ আগস্টের টিকিট। এছাড়া ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের ও ১৯ আগস্ট ২৮ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে।