একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ অক্টোবর কমিশন বৈঠকে এটির অনুমোদন হতে পারে।
এতে প্রথম দিকে ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করার চিন্তা করলেও এখন তা থেকে সরে এসেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এছাড়া প্রথম দিকে স্বতন্ত্র প্রার্থীর শর্ত সহজ করার কথা ভাবলেও সেখান থেকেও ফিরে এসেছে ইসি। তাই স্বতন্ত্র প্রার্থীর শর্ত থাকছে আগের মতোই।
ইসি কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব বা অপপ্রচার বন্ধ কিভাবে করা যায় বা নির্বাচনের সময় এসব মাধ্যম বন্ধ রাখা যায় কি না এ বিষয়ে এরআগে সংশ্লিষ্টদের নিয়ে সভাও করে কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা সমীচীন হবে না বরং নিয়ন্ত্রণ করা যায় কি না সেসব ভেবে দেখতে বলেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আইন সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, স্বতন্ত্র প্রার্থীর শর্তে ভোটারের স্বাক্ষরের যে বিষয়টি সেটি আমরা কিছু কমবেশি করতে চেয়েছিলাম। কিন্তু যেটা ছিল সেটাই রাখার প্রস্তাব করতে বলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে হলে আমরা ১০০০ ভোটারের স্বাক্ষর যুক্ত করার প্রস্তাব করেছিলাম। পরে আগের মতোই অর্থাৎ ১ শতাংশ ভোটারের স্বাক্ষর রাখতে বলা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের শর্ত সহজ না করার কারণ হিসেবে তিনি বলেন, আমরা চেয়েছিলাম সহজ করতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে, স্বতন্ত্র প্রার্থী বেশি হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা সম্পর্কে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ইচ্ছে করলেই বন্ধ করতে পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা করা যাবে না, আচরণ বিধিমালাতে এরকম কোনো বিধি নিষেধ রাখা হবে না। আমরা প্রথমদিকে চিন্তা করেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ‘বার’ (বিধি-নিষেধ) করা যায় কিনা। কিন্তু পরবর্তীতে আমরা সেখান থেকে সরে এসেছি। কারণ আমরা এটা ‘বার’ করে কন্ট্রোল করতে পারবো না।
তিনি আরো বলেন, গুজব তো বন্ধ করা যাবে না। এজন্য অবশ্য একটা আইন আছে (৫৭ ধারা)। তবে এখনো আচরণবিধির কাজ শেষ হয়নি কিভাবে এসব নিয়ন্ত্রণ করা যায় বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে।
এছাড়া আরপিওতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ ও অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান যোগ করা হচ্ছে বলেও জানান এ নির্বাচন কমিশনার। সূত্র: পরিবর্তন ডটকম