হাসিনা-মোদি বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে দুই নেতাই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্মুন্নত রাখার বিষয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

এ বৈঠকে হাসিনা ও মোদি দুই দেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাবার আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের জনগণ এবং বিমসটেক সদস্য দেশগুলোর জনগণের উন্নয়নের দেশগুলোর মধ্যকার পারস্পারিক সহযোগিতা অব্যহত রাখতেও আহ্বান জানান দুই নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের দ্বিপাক্ষিক আলোচনা প্রসঙ্গে জানান।