কোনো পরামর্শ থাকলে দিতে পারে জাতিসংঘ : কাদের

জাতিসংঘের কোনো পরামর্শ থাকলে দিতে পারে, তবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। জন্মদিন সফল করার লক্ষে এই যৌথ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র এদেশের সুষ্ঠু নির্বাচন চায়। আমরাও চাই, জনগণও চায়। সংবিধানের আওতায় সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে আওয়ামী লীগ। তবে জনগণ ছাড়া অন্য চাপের কাছে মাথা নত করবে না আওয়ামীলীগ।

তিনি বলেন, বিএনপি যতদিন এদেশে রাজনীতির মাঠে থাকবে, বাংলাদেশে ততদিন কোনো শান্তি আসবে না।

যৌথ সভায় আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।