আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তাকে চিকিৎসার জন্য বিকাল ৩টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে নিয়ে যাওয়া হবে।
শনিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পছন্দমতো চিকিৎসকদের দ্বারা নিজের চিকিৎসা করাতে পারবেন মর্মে বৃহস্পতিবার (৪ অক্টোবর) নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সরকার, কারা কর্তৃপক্ষ ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়। যার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছেন আদালত।
এছাড়াও খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড পুনর্গঠন করে সেখানে বিএসএমএমইউ এর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদকে রেখে স্বাচিপ বা ড্যাবের সদস্য বা কর্মকর্তা নয় এমন আরও তিনজনকে যুক্ত করে ৫ সদস্যের বোর্ড গঠন করতে বলেছেন আদালত। আর এ বোর্ডের অধীনে খালেদা জিয়া তার পছন্দমতো ফিজিওথেরাপিস্ট বা গাইনোকলোজিস্ট বা মেডিক্যাল টেকনিশিয়ান নিযুক্ত করতে পারবেন বলেও আদালত তার নির্দেশে বলেছেন।