বেনাপোলে শান্ত নামে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টা রসময় বেনাপোল আন্তুর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর ভিতর থেকে তাকে আটক করে আর্মস পুলিশ ব্যাটালিয়ন পুলিশের সদস্যরা। এসময় তার কাছে থাকা একটি ভুয়া পুলিশ এর পরিচয়পত্র উদ্ধার হয়।
আটক ভূয়া পুলিশ নওগাঁ জেলার মান্দা গ্রামের সেতাব উদ্দিন এর ছেলে।
আর্মস পুলিশ এর নায়েক সুজন বলেন, টার্মিনাল এলাকায় তাকে পুলিশ এর পোশাকে এলোমেলো ভাবে ঘুরা ফেরার কারনে সন্দেহ হয়। এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ করে পরিচয় পত্র যাচাই বাছাই করলে দেখা যায় সে কোন পুলিশ সদস্য না। সে ভূয়া পুলিশ সদস্য হিসাবে পরিচয় দিয়েছে।
বেনাপোল পোর্ট থানার এস আই ঝন্টু বলেন তাকে পুলিশ এর পোশাক এবং ভুয়া পরিচয়পত্র নিয়ে পরিচয় দেওয়ার জন্য আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।