শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে কলেজ শিক্ষার্থীসানজিদা ইয়াসমিন চুমকি (১৬) অপহরণের তিনদিনপর পুলিশ ২৬ জুন দুপুরে খুলনা জেলার খালিশপুর থানাধীন তিতুমীর লেন এলাকা এক বাড়ি থেকে উদ্ধার করে। এসময় অপহরণকারী সাহাদী হাসান খাঁনকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। অপহৃতা কলেজ ছাত্রী মঙ্গলবার ২৭ জুন আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। চুমকি যশোর সরকারি এমএম কলেজে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আল মামুন জানান, সোমবার ২৬ জুন দুপুর ২ টার সময় খুলনা জেলার খালিশপুর থানার তিতুমীর লেন এলাকায় সাহাদী হাসান খাঁনের খালার বাড়ি হতে অপহৃতা সানজিদা ইয়াসমিন চুমকিকে উদ্ধার করে। এ সময় ওই বাড়ি হতে অপহরণকারী যশোরের অভয়নগর থানার বাগদা গ্রামের মতিয়ার রহমান খাঁনের ছেলে সাহাদী হাসান খাঁনকে আটক করে। উল্লেখ্য,গত ২৩ জুন বেলা ১১ টায় সানজিদা ইয়াসমিন চুমকি ব্যক্তিগত প্রয়োজনে বাড়ি থেকে বাজারে গেলে আসামী সাহাদী হাসান খাঁনসহ অজ্ঞাতনামা আসামীরা নাবালিকা চুমকি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড হতে অপহরণ করে নিয়ে যায়। এ সময় চুমকির মা যশোর শহরের পুরাতন কসবা (আজিজ সিটি কাজী পাড়া) এলাকার জিয়াউর রহমানের স্ত্রী ও সুলতান আলীর মেয়ে আলেয়া বাদি হয়ে সাহাদী হাসান খাঁনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে কোতয়ালি থানায় নারী ও শিশু নিনর্যাতদ দমন আইনে মামলা করেন।