ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে মোটরসাইকেল-আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে আমানুর রহমান(২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
রবিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমানুর রহমান সদর উপজেলার মিরেরহুদা গ্রামের আকরাম হোসেনের পুত্র।
স্থানীয়রা জানান, লাউদিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পথে ওই স্থানে পৌঁছালে বিষয়খালীগামী একটি দ্রুতগতির আলম সাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আমানুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমানুরকে মৃত ঘোষণা করে।
আমানুর এর শিক্ষক রুহুল আমিন, মোটরসাইকেল-আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে আমানুর এর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।