বন্ধন- ৮৯ এর কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি খায়রুল বাসার সম্পাদক লিপু 

যশোরের অভয়নগরের এসএসসি- ৮৯ এবং এইচএসসি- ৯১ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন- ৮৯’ এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুন, ২০২৩) সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত এলবি রুফটপ গার্ডেন রেস্টুরেন্টে ‘বন্ধন- ৮৯’ এর আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল বাসারের সভাপতিত্বে ঈদ আড্ডা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ঈদ আড্ডা ও আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ খায়রুল বাসারকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হাসান লিপু মোগলকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যগণ হলেন সহ-সভাপতি মীর মনির, সহ- সম্পাদক ব্যাংক কর্মকর্তা বকতিয়ার হোসেন, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহম্মদ শান্ত, নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সমাজসেবক জাকির হোসেন। এছাড়া আমেরিকা প্রবাসী শিল্পপতি মহসিন রহমান, কবি ও গীতিকার নাঈম নাজমুল ও ফারাজী বুলবুল রেজা এই তিনজনের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।