সাংবাদিক অভির মাতার মৃত্যুতে শোক

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার স্টাফ
রিপোর্টার জি.এম অভির মাতা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না
লিল্লাহে….রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার সকাল
সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ৪কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক জি.এম অভির মাতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক
প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও
সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমার
বিদেহী আত্মার মাগ্ধসঢ়;ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
জানিয়েছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের
প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির
নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার অভির মাতার
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।