যশোরের চিহ্নিত সন্ত্রাসী শুভ আদালতে আত্মসমর্পণ করেছে

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শুভ আদালতে আত্মসমর্পণ করেছে। অস্ত্র মামলায় শুভ আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুভ টিবি ক্লিনিক এলাকার রবির ছেলে।
আদালত সূত্র জানায়, গত ৪ মে রাতে র‌্যাব-৬ যশোরের একটি দল শংকরপুর ইসহক সড়কের ব্যবসায়ী আশরাফুল হাসান বিপ্লবের ফারদিন গ্লাস এন্ড প্লাস্টিক স্টোরের পাশ থেকে দুইটি ওয়ানশুটারগান উদ্ধার করে। এ ঘটনার রহস্য উদঘাটন করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের তদন্তে উঠে আসে মুলত চাঁদা না পেয়ে ব্যবসায়ী বিপ্লবকে অস্ত্র মামলায় ফাঁসাতে চেয়েছিলেন সন্ত্রাসীরা। এ ঘটনায় ডিবি পুলিশ জুম্মান, আরমান ও রাহাতকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মেলে। এঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে উপরে উল্লেখিত আসামিসহ ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় দীর্ঘদিন পলাতক থেকে বুধবার আদালতে আত্মসমর্পণ করেনন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।