প্রধানমন্ত্রীর উপহরের চাল চুরির খবর প্রকাশ করায় দৈনিক প্রজন্ম একাত্তরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেন জাকারিয়া মামলাটি করেছেন। তবে মামলার এজাহারে মিথ্যা তথ্য দেয়া হয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
মামলার অপর দুই আসামি হলেন, কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ ও একই গ্রামের আসির উদ্দিন গাজীর ছেলে ভালুকঘর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী গাজী।
মামলার বিবরণে জানা গেছে, উল্লিখিত আসামিরা ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়া এবং পরিবারের সদস্যদের নানা অপবাদ দিয়ে মানহানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিলেন। এরই সূত্র ধরে আসামিদের মধ্যে সেকেন্দার আলী গাজী ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন যে, ফারুক হোসেন জাকারিয়া প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল আত্মসাৎ করেছেন । বিষয়টি নিয়ে তদন্ত হয়। তদন্তে এ অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তবে এব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাল চুরির অভিযোগের তদন্ত এখনও চলমান রয়েছে।