জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ফাঁড়ী ও ইছালী পুুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল,২৫পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে এক নারীসহ ৮জনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনী (প্রাইমারী স্কুলের পিছনে আনোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া) আনোয়ার হোসেনের স্ত্রী ও মৃত মোন্তাজ শেখ এর মেয়ে মোছাঃ বেবী বেগম ওরফে মর্জিনা,পূর্ব বারান্দীপাড়া বউ বাজার ভাড়াটিয়া মোস্তফা কামালের ছেলে সোহেল রানা ওরফে মিঠু ওরফে মিঠুন,সদর উপজেলার নূরপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ডাঃ আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম, সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত আবুল বিশ^াসের ছেলে রবিউল ইসলাম,বাঘারপাড়া উপজেলার হলিহট্ট গ্রামের হাশেম আলীর ছেলে রেজাউল ইসলাম,মাগুরা জেলার শালিখা উপজেলার পাখরঘাটা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা ও একই গ্রামের মোস্তফা শেখ এর ছেলে বাবুল হোসেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ও বুধবার যশোর আদালতে সোপর্দ করেছে।
ইছালী পুলিশ ক্যাম্পে সূত্রে জানাগেছে, ওই ক্যাম্পের এক এসআইসহ একদল পুলিশ বুধবার ৫ জুলাই বিকেলে সদর উপজেলার জগমোহনপুর গ্রামের আয়শা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে রবিউল ইসলাম, রেজাউল ইসলাম,সোহেল রানা ও বাবুল হোসেনকে পর্যায়ক্রমে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই গৌরাঙ্গ কুমার মন্ডল জানান, বুধবার ৫ জুলাই রাত ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের জনৈক নূরু মিয়ার মুদী দোকানের সামনে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শফিক ও হুমায়ন কবিরকে গ্রেফতার করে। এ সময় তাদের সহযোগী নূরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ন কবির, নূরপুর (দক্ষিণপাড়া)গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তৌফিকুর রহমান পিয়াস,একই এলাকার কালু গাজীর ছেলে মিঠু গাজী ও ডাকাতিয়া (দক্ষিণপাড়া) গ্রামের আব্দুল মাজেদের ছেলে সজিব দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শফিকের দখল হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার দেখায়। সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, বুধবার ৫ জুলাই বিকেলে ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ শহরের সড়ক ও জনপথ লোন অফিসপাড়া এর কোয়ার্টারের বিপরীত পাশে জনৈক স্বপনের সেলুন দোকানের সামনে থেকে সোহেল রানা ওরফে মিঠু ওরফে মিঠুনকে গ্রেফতার করে। তার দখল হতে ২৫পিস ইয়াবা উদ্ধার দেখায়।এছাড়া, চাঁচড়া পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, বুধবার ৫ জুলাই দুপুর পৌনে ১২ টায় রেলগেট সংলগ্ন আদর্শ পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে থেকে নারী মাদক বিক্রেতা বেবী বেগম ওরফে মর্জিনাকে গ্রেফতার করে। এসময় তার দখলে থাকা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখায়। মাদকদ্রব্যসহ মাকদ কারবারীদের গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় চারটি মামলা হয়েছে।