যশোরের চৌগাছার ২০লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চৌগাছা উপজেলার দশপাখিয়া বাজার একতা সমিতির টাকা আত্মসাত করে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,উক্ত সমিতির সভাপতি দখপাখিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলার ২নং পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ,ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন,সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, আশরাফুল আলম, ইউপি সদস্য কিতাব আলী, সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য রবিউল ইসলাম।

লিখিত বক্তব্যে সভাপতি আব্দুল মান্নান বলেন,দশপাখিয়া বাজার একতা সমিতি বিগত ২০১৬ সালে ১৩সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করে গঠন করা হয়। সমিতির সদস্য সংখ্যা ২০৪জন। প্রতিমাসে মাথাপিছু সদস্যর কাছ থেকে ৫ শ’ টাকা হারে চাঁদা আদায় করে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে সাধারণ সম্পাদক শাহাজান আলী গাজী। সমিতির মেয়াদ ২০২১ সালের নভেম্বর মাসে শেষ হয়। সমিতির মেয়াদ শেষে সদস্যদের মাঝে সেক্রেটারী শাহাজান আলী গাজী লাভসহ টাকা বিতরণের জন্য সমিতির পরিচালনা কমিটির সেক্রেটারী শাহাজাহান আলী গাজী দায়িত্ব গ্রহন করেন। সমিতির মোট ২০৪ জন সদস্যদের মধ্যে কিছু সদস্যদের মাঝে টাকা দিয়ে বাকী সদস্যদের পাওনা টাকা না দিয়ে শাহাজাহান আলী গাজী আত্মগোপন করে। বাকী টাকা সদস্যরা পাওনা টাকা চাইতে গেলে তিনি মিথ্যা মামলা ও লিগ্যাল নোটিশের মাধ্যমে সদস্যদের নামে মিথ্যা মামলা করার হুমকী দিতে থাকে। সমিতির ১৩ সদস্যর কমিটি কারোর কথা সেক্রেটারী শাহাজাহান আলী গাজী মূল্য দেয়নি। নিজের ইচ্ছামতো সমিতি পরিচালনা করেছেন। বর্তমানে সমিতির ৩১ সদস্য তার কাছে প্রায় ২০লাখ টাকা পাবে বলে সংবাদ সম্মেলনে সভাপতি আব্দুল মান্নান জানিয়েছেন। সেক্রেটারী শাহাজাহান আলী গাজীকে আইনের আওতায় আনার জন্য সমিতির সদস্যরা জেলা প্রশাসকসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে।