চাঁদাবাজির অভিযোগে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

যশোরের ঘোপের সোহাগকে রাতেই ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে ছেড়ে দেয়। সোহাগ পুলিশ হেফাজত থেকে বের হয়ে পাল্টা অভিযোগ করেছেন, স্থানীয় একটি গ্রুপ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এরআগে বৃহস্পতিবার বিকেলে ঘোপ সেন্ট্রাল রোডের নিজ অফিস থেকে শফিকুল ইসলাম সোহাগকে আটক করে পুলিশ। স্থানীদের একটি পক্ষ অভিযোগ করা হয় অ্যাম্বুলেন্সের চালকদের জিম্মি করে রেখেছে সোহাগ। হাসপাতাল এলাকার এ্যাম্বুলেন্স থেকে তিনি নিয়মিত চাঁদা আদায় করছেন। বিষয়টি আমলে নিয়ে পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতাল চত্বর এলাকায় নিয়ে গিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের কাছে জানতে চাই।কিন্তু তার সামনে কেউ মুখ খোলেনি।

এ বিষয়ে শফিকুল ইসলাম সোহাগ জানান, এ্যাম্বুলেন্স মালিকদের কেউই বলেনি আমি তাদের কাছ থেকে চাঁদা চেয়েছি। তিনি আরও বলেন, মুলত তিনি রাজনীতির সাথে জড়িত। এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। স্থানীয় প্রতিপক্ষ তাকে হেয় করতে এ অভিযোগ করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে তিনি বলেন, গত পৌর নির্বাচনে কাউন্সিলার প্রার্থী হয়েছিলেন। সেসময় এসব কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক কয়েকটি মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি নিয়ে তারা আরও খোঁজখবর নিচ্ছেন বলে l