ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) যশোর এর একটি চৌকসদল বৃহস্পতিবার ৬ জুলাই রাতে ইয়াবা পাইকারী বিক্রেতা কক্সবাজার জেলার বাসিন্দা আব্দুর রহমান (২৮) নামে এক যুবককে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে ওই জেলার চকরিয়া থানার কুচপাড়া চিরিংগা গ্রামের মৃত আলহাজ¦ শুকুর আলীর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাত সাড়ে ১২ টায় যশোর কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আব্দুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি যশোর দপ্তর সূত্রে জানাগেছে,ওই দপ্তরের এসআই ফকরুল ইসলামসহ এএসআই বিএম মফিজুর রহমান,এএসআই আশরাফুল আলম,এএসআই আবুল কালাম আজাদ,কনস্টেবল তৈয়েব আলীসহ একটি দল বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযানে দাযিত্ব পালনে দপ্তর থেকে বাইরে বের হয়ে চাঁচড়া ডালমিল এলাকা অবস্থানকালে রাত অনুমান পৌনে ৮ টায় গোপন সূত্রে খবর পান সদর উপজেলার পুলেরহাট বাজারস্থ যশোর রাজগঞ্জ রোডের মেসার্স সাবিত ফার্নিচার দোকানের সামনে কথিত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের খবর বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোরকে অবহিত করলে তিনি দ্রæত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক চৌকসদল রাত সোয়া ৮ টায় উল্লেখিতস্থানে পৌছে সোর্সের দেওয়া তথ্য মতে সেখানে থাকা আব্দুর রহমান নামে এক যুবককে আটক করে। আটকের পর তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত নাম ঠিকানা প্রদান করে। তার কথাবার্তায় অসংগতিপূর্ণ হওয়ায় তার দেহ তল্লাশী করা হয়। উক্ত যুবকের পরনের জিন্স প্যান্টের ডান পকেটে থাকা সাদা পলিথিনের ব্যাগের মধ্যে নীল জিপার পলিথিনের ব্যাগে রক্ষিত ২টি প্যাকেটে ১৫০ পিস করে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আব্দুর রহমান সিআইডি পুলিশকে জানায় সে কক্সবাজার হতে অবৈধ মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে ক্রয় করে যশোর জেলায় বিভিন্ন জায়গায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। পরে তাকে রাতে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। মাদক মামলায় তদন্তকারী কর্মকর্তা শুক্রবার দুপুরে আব্দুর রহমানকে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন।