পুলিশ আলাদা অভিযান চালিয়ে ১৮০পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় দুই নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার শেখহাটি বিশ^াসপাড়ার আব্দুর রশিদ মুন্সীর ছেলে আবু হুরায়ারা ওরফে সেলিম,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপড়াইল গ্রামের বর্তমানে যশোর শহরের দিঘীরপাড়া আরবপুর এলাকার সাহেব আলীর ছেলে তুহিন বিশ^াস, খুলনা জেলার রুপসা থানার আনন্দনগর গ্রামে বর্তমানে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত নওয়াব শেখ এর ছেলে রাসেদ শেখ,শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আক্তার হোসেনের মেয়ে মোছাঃ তৃষা আক্তার প্রিয়া ও রেলগেট কলাবাগান এলাকার মজিবর সরদারের মেয়ে বিজলী আক্তার। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, রোববার ৯ জুলাই সকাল ৬ টার সময় থানার এক এসআইসহ একদল পুলিশ শহরের শাহ আব্দুল করিম রোডস্থ সাইফুদ্দীন এর খড়কীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তৃষা আক্তার প্রিয়াকে ৫০পিস ইয়াবা ও বিজলী আক্তারকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, শনিবার ৮ জুলাই বিকেল সাড়ে ৬ টায় ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ শহরের পুরাতন কসবা বকুলতলাস্থ মাহেন্দ্র স্ট্যান্ডের সামনে থেকে তুহিন বিশ^াস রাসেদ শেখ ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া,উপশহর পুলিশ ক্যাম্পের এক এএসআইসহ একদল পুলিশ শনিবার ৮ জুলাই রাত ৯ টায় যশোর শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজ এর পূর্ব কোনে অভিযান চালিয়ে আবু হুরায়ারা ওরফে সেলিম হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।