সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে এনামুল হক বাবুল

সম্প্রতি যশোরে ঘটে যাওয়া মমার্ন্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন যশোর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। গতকাল রবিবার সকালে বাঘারপাড়া উপজেলায় গিয়ে তিনি নিহত ৩ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। এছাড়া পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোহিতা প্রদান করাসহা দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত করেন। পরে বাঘারপাড়া উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব তরফদার, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাজু আহম্মেদ, মাসুম রেজা, জোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ কবীর হোসেন জনি, যুবলীগ নেতা টিটো শেখ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল প্রমুখ।