শার্শায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু 

যশোরের শার্শায় জাহিদ হাচান (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগআঁচড়া গ্রামে।

নিহত জাহিদ হাচান শার্শা উপজেলার পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মোঃ আবুতালেব ছেলে।

জানা গেছে, জাহিদ হাচান প্রতিদিনের ন‍্যায় নির্মাণ কাজের জন্য শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মোঃ কামরুল ইসলামের বাড়িতে যায়। সেখানে কাজ করার সময় ঘরের ছামসেড ভেঙে চাপা পড়ে ঘটনা স্থালে তার মৃত্যু হয়।

জাহিদের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকা মানুষের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

এবিষয় শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সুরুতহাল রিপোর্টের পরে, বাদী না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।