ভোরন-পোষন না দেয়ায় ব্যবসায়ী ছেলে এসএম কুদ্দুস শামীমের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার বৃদ্ধ পিতা। সোমবার শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা এসএম আজাদ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি শামীম ঘোপ নওয়াপাড়া রোডের গল্পকল্প বিল্ডিংয়ের মালিক বাবলুর বাড়ির ভাড়াটিয়া।
মামলার অভিযোগে জানা গেছে,এসএম আজাদের চার ছেলে। বড় ছেলে ৮ বছর আগে মারা গেছে। মায়ের মৃত্যু হলে শামীম একই শহরে বসবাস করে দেখতে পর্যন্ত যায়নি। দুই ছেলের কোন রকম উপর্জন করে সংসার চালায়। এরমধ্যে এসএম আজাদ তার জমিটুকু তিনি ছেলে ও বড় ছেলের মেয়ের নামে লিখে দিয়েছেন। বর্তমানে ছোট ছেলের বাসায় বসবাস করছেন এসএম আজাদ। আর্থিক অনাটানে ছোট ছেলে তার ভোরন পোষন দিতে বর্থ হচ্ছে। শামীম তার ভাড়া বাড়ির নিচেয় মুদিঘর নামে ব্যবসা প্রতিষ্ঠান ও ডাক্তার নিকুঞ্জু বিহারী গোলদারের বাড়ি ভাড়া নিয়ে হোটেল ব্যবসা করছে। তার আর্থিক অবস্থা বেশ ভালো। গত ২৩ জুলাই সাক্ষীদের নিয়ে এসএম আজাদ তার ছেলে শামীমের বাসায় যেয়ে তার ভোরন পোষন দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শামীম তাকে গালিগালাজ করে বাসা থেকে জাড়িয়ে দেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি ভোরন পোষনের দাবিতে আদালতে এ মামলা করেছেন।