যশোরে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে  আদালতে মামলা

ধর্ষণের অভিযোগে স্বামী মহিদুল ইসলামের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক স্ত্রী। মঙ্গলবার যশোর ঝিকরগাছার বহিরামপুর গ্রামের ভুক্তোভোগী গৃহবধূ এ মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি মহিদুল ইসলাম ঝিকরগাছার বহিরামপুর গ্রামের নওশের আলী খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনী।

মামলার অভিযোগে জানা গেছে, ১৯৯৬ সালে মহিদুল ইসলাম সদরের চুড়ামনকটি গ্রামের বিয়ে করে। ছেলে-মেয়ে বিয়ে দিয়েছেন তারা। মহিদুল ইসলাম বর্তমানে পরনারীতে আসক্ত। একাধিকবার সামাজিক বিচারের সম্মুখীন হতে হয়েছে তার। গত ১১ জুন মহিদুল ইসলাম তার স্ত্রীকে তালাক দিয়ে বিষয়টি গোপন রাখে। স্ত্রীকে বাড়িতে রেখে গত ২ জুলাই মহিদুল ইসলাম তার স্ত্রীর সাথে শারিরীক সম্পর্ক করে। এদিন মহিদুল স্ত্রীর সাথে গোলযোগ বাধিয়ে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। ৪ জুলাই পিতার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে তালাকের নোটিশ পায় মহিদুল ইসলামের স্ত্রী। পরে ছেলে-মেয়েদের সাথে নিয়ে তালাকের কারন জানতে চাইলে মহিদুল ইসলাম কেনা উত্তর দেয়নি। অবশেষে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তালাক গোপন করে শারিরীক সম্পর্ক করায় তিনি আদালতে এ মামলা করেছেন।