বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে লিফলেট বিতারন করে ভোট চাইলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় বেনাপোল পৌরসভার নারী পুরুষ ভোটারদের কাছে তিনি নৌকা প্রতিকের পদ প্রার্থী নাসির উদ্দিন এর পক্ষে ভ্টো প্রার্থনা করেন।
বেনাপোল পৌর এলাকায় ভোট প্রার্থনার সময় তিনি বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়নের কথা তুলে ধরেন। এবং দেশকে শান্তি স্বস্তিতে রাখতে হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। তিনি বলেন সীমান্তের এই জনপদ স্বাধীনতার পর ২১ টি বছর কি অবস্থায় ছিল। ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সব চিত্র পাল্টে গেছে। আজ বেনাপোল শহর একটি আধুনিক শহরে রুপান্তরিত হয়েছে। বেনপোল এর প্রবেশ দ্বার আজ দেশের সন্মান মর্যদা বৃদ্ধি করেছে। কারন এই পথে ভারত যাতায়াত করে দেশী বিদেশী পর্যটক। বেনাপোল সহ সারা দেশকে এগিয়ে নিতে আমরা নৌকা মার্কায় শুধু পৌর নির্বাচনে নয় আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশকে উন্নয়ন করতে আওয়ামীলীগের বিকল্প অন্য কোন দল নাই।
উল্লেখ্য বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয় পরিদর্শন করেন এবং নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার এমপি।
এসময় নৌকা প্রতিকের পক্ষে ভোট প্রার্থনার সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ্সাবেক বেনাপোল পৌর সভার সফল মেয়র আশরাফুল আলম লিটন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত লাল নাথ, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী সাবেক বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু প্রমুখ।