বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতগামী ১৬ টি বাংলাদেশী অফলোড পাসপোর্ট জব্দ করেছে। বৃহস্পতিবার বেনাপোল রেল ষ্টেশন ও বেনাপোল স্থল বন্দর ইমিগ্রেশন থেকে এসব পাসপোর্ট যাত্রীদের অফলোড পাসপোর্টগুলি জব্দ করা হয়। এসব পাসপোর্ট যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের পাাসপোর্ট অফলোড হয়।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় বাংলাদেশী ১৬ টি পাসপোর্টযাত্রীর পাসপোর্ট বিভিন্ন কারনে অফলোড করা হয় । তারপরও এসব যাত্রী কৌশল অবলম্বন করে রুট পরিবর্তন করে ভারত প্রবেশের চেষ্টা করে। তাদের সকল অপচেষ্টা ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়ে। এরপর ওই সব পাসপোর্ট জব্দ করে ঢাকা এসবি সদর দপ্তরে পাঠানো হয়েছে। জব্দকৃত সকল পাসপোর্ট যাত্রী বাংলাদেশী।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।