যশোরের চৌগাছায় বজ্রপাতে আমিনুর রহমান (৪৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুর ১ টার দিকে ফতেপুর উত্তরপাড়া মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের নুর বক্স’র ছেলে এবং পেশায় একজন কৃষক।
নিহতের পরিবারসুত্রে জানা যায়, নিজস্ব জমিতে ঘাস কাটতে গিয়ে দুপুর ১টার সময় বজ্রপাতের শিকার হয় আমিনুর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় কয়েকজন চাষিরা উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে অপমৃত্যুর মামলা হয়েছে।