এক কেজি ছয়শ’ গ্রাম গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের শফিয়ার বিশ^াসের ছেলে শহিদুল ইসলাম,একই উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়া গ্রামের মৃত আমীর আলী মোড়লের ছেলে ওয়াজেদ আলী মোড়ল ওরফে অস্থালী, নুরপুর মধ্যপাড়ার শাহাজাহান মন্ডলের ছেলে হান্নান হোসেন ও ওসমানপুর পশ্চিমপাড়া গ্রামের বর্তমানে নুরপুর শ^শুর নুরপুর মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মিলন হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা হয়েছে। তাদেরকে রোববার ১৬ জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই শফিউর রহমান জুয়েল জানান,শনিবার ১৫ জুলাই বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার নূরপুর মধ্যপাড়া গ্রামের আসাদের বাড়ির সামনে অভিযান চালিয়ে হান্নান হোসেনকে ৪শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। হান্নান হোসেন পুলিশকে জানায় মিলন হোসেন তাকে গাঁজা বিক্রয়ে সহায়তা করে। হান্নান হোসেনের কথা মতো মিলন হোসেনকে গ্রেফতার করে। ডিবি’র উক্ত টিম শনিবার রাত ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে পালবাড়ী তেঁতুলতলা মোড়স্থ যশোর টু ঝিনাইদহ হাইওয়ে রাস্তার পশ্চিম পাশের্^ জনৈক বজলুর রহমানের সাইকেল গ্যারেজের সামনে থেকে শহিদুল ইসলামকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত গভীর রাত ১২ টার পর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়া গ্রামের জনৈক শাহাজাহান মোড়লের বাড়ির পশ্চিম পাশ থেকে ওয়াজেদ আলী মোড়ল ওরফে অস্থালীকে গ্রেফতার করে। এসময় তার দখলে থাকা বিক্রয় উদ্দেশ্যে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।