বেনাপোল সীমান্তে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

যশোর জেলার বেনাপোল সীমান্তে তিন কেজি ৪শ’ ৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ২১ বিজিবি খুলনার একটি চৌকস টিম।

খুলনার ২১ বিজিবির একটি টিম বেনাপোল সীমান্তে দায়িত্ব পালনকালে তাড়া খেয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় পাচারকারিকে গ্রেফতার করতে পারেনি বলে বিজিবি কর্মকর্তা জানিয়েছেন। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি’র উদ্ধারটিম ।

বিজিবি সূত্রে জানাগেছে, ১৮ জুলাই মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান সাংবাদিকদের জানান।

বিজিবি কর্মকর্তা আরো জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুইজনকে আসতে দেখে বিজিবির টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করার এক পর্যায় থামার নির্দেশ দিলে তারা বিজিবি’র থামার সংকেত উপেক্ষা করে কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে পাচারকারীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে একটি গামছায় মোড়ানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন তিন কেজি ৪শ’ ৯৮ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান বিজিবির কর্মকর্তা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।