যশোরে মোবাইল চুরির অভিযোগে যুবক গ্রেফতার

গভীর রাতে জানালায় বালিশের পাশ থেকে তিনটি মোবাইল চুরির এক মাস পর চোর মিলন হোসেনের ছবি ইমোতে আসায় সনাক্ত হওয়ার পর পুলিশ গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার ৮ নং দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের আজগর হোসেনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন,যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে মোফাজ্জেল হোসেন।

মামলায় বাদি উল্লেখ করেন,তার একটি ভিভো মোবাইল ফোন মেয়ে রুমি আক্তার ব্যবহার করতো। উক্ত মোবাইল ফোনে ইমো আইডি ও ফেসবুক আইডি খোলা ছিল। বাদির বাড়ি হতে গত ১৯জুন রাত সাড়ে ১০ টার পর থেকে ভোর সাড়ে ৪ টার মধ্যে যে কোন সময় ঘরের উক্তর পাশের জানালা খোলা থাকায় বালিশের পাশে থাকা ১৮ হাজার টাকা মূল্যের ভিভো,১৫শ’ টাকা মূল্যের আইটেল পাওয়ার, ১৫শ’ টাকা মূল্যের স্যামসাং মোবাইল তিনটি চুরি হয়ে যায়।

চুরির বিষয়টি আশপাশের লোকজনকে বাদি জানায়ে খোঁজাখুজির করে না পেয়ে চুরি যাওয়ার মোবাইলে ব্যবহার করা সীম নতুন ভাবে তুলে নতুন মোবাইল ফোন কিনে ব্যবহার শুরু করেন। হঠাৎ গত ১৬ জুলাই বিকেল ৪ টায় বাদির চুরি যাওয়া ভিভো মোবাইল ফোন হতে বাদির মেয়ের ইমো খোলা মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে মোবাইল ফোনটি বর্তমান ব্যবহারকারী উক্ত মিলন হোসেনের ছবি আসে।

বাদি এলাকার লোকজনের কাছে ছবিটি দেখায়ে মিলন হোসেনকে সনাক্ত করেন। বাদিসহ এলাকার লোকজন পরের দিন সোমবার ১৭ জুলাই সকালে মিলন হোসেনের বাড়িতে যেয়ে মিলনকে পেয়ে তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে। বাদি মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করে না পেয়ে থানায় মামলা দেন। পুলিশ মোবাইল চুরির অভিযোগে এজাহার নামীয় আসামী মিলন হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।