যশোরে ইয়াবাসহ দু’জন গ্রেফতার

ইয়াবা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৭ জুলাই মাত্র ৯ ঘন্টার ব্যবধানে শহরের গরীবশাহ সড়কস্থ বকুলতলা ও উপশহর শিক্ষাবোর্ডের মেইন গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার কর হয়। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার শেখহাটি (বিশ^াসপাড়া বিহারীর ভাড়াটিয়া,পুর্ব বর্তমানে ঘোপ বেলতলা মোড়) এলাকার মৃত শুকুর আলীর ছেলে আবুল বাশার ও শহরের কলাবাগান পাড়া (এমএম কলেজ দক্ষিণ গেট) এলাকার রবিউল ইসলাম রবির ছেলে অমিদ ইসলাম। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে,ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ সোমবার রাত সাড়ে ৮ টার পর গোপন সূত্রে খবর পান শহরের পুরাতন কসবা বকুলতলা গরীবশাহ মাজারের দক্ষিণ পাশের্^ শিমুল টেইলার্স দোকানের সামনে অবস্থান নিয়ে এক ইয়াবা বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অমিদ ইসলাম অমিদ দৌড়ে পালানোর এক পর্যায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দখলে থাকা ২০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উপশহর শিক্ষাবোর্ডের সামনে অভিযান চালিয়ে আবুল বাশার নামে এক যুবকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৩০পিস ইয়াবা উদ্ধার দেখায়। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় দু’টি মামলা হয়েছে।